Programming & Computing Tutorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Programming & Computing Tutorial লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগীতার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক্টিভিশন ২৭ জুলাই, বুধবার

ইএটিএল-প্রথম আলো এপস প্রতিযোগিতার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক্টিভিশন ২৭ জুলাই, বুধবার । বাংলাদেশের একক সর্ববৃহত এপস প্রতিযোগিতা ইএটিএল-প্রথম আলো এপস প্রতিযোগিতার এক্টিভিশন জুলাই থেকে আগস্ট জুড়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে অনুষ্ঠিত হবে। এক্টিভিশনের চলাকালীন বিশ্ববিদ্যালয় গুলোতে আলোচনা ও সেমিনার এর আয়োজন করা হবে।

আগামী ২৭ জুলাই, বুধবার, প্রতিযোগিতার বিভিন্ন স্পন্সর গ্রুপ, এক্টীভিশন টিম এর মেম্বার বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক্টিভিশন কার্যক্রম চালাতে আসবে।
এ সময়ে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে একটি সেমিনারের ব্যবস্থা করবে। সেমিনারে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল ।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছাত্রীসহ অন্যন্য বিভাগের ছাত্ররাও সেমিনারে অংশগ্রহন করবে।

 Campus Activation Registration Here..
----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

EATL-Prothom alo Apps Competition 2016

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

সোমবার, ২৫ মে, ২০১৫

নারী শিক্ষা

নারী শিক্ষা

শুনো মেয়ে, তোমার যদি একটা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে শুধু মাত্রএকটা টাকাপয়সা ওয়ালা বড়লোক জামাই এর হাউজ অয়াইফ হওয়ার ই স্বপ্ন থাকে তাহলে শুধু শুধু ইন্টার পাশের পর ভার্সিটির একটা সিট নষ্ট করো না..তোমার জন্য হয়তো এমন একজনের স্বপ্ন নষ্ট হচ্ছে যার কাছে নিজের পরিচয়ে পরিচিত হওয়াটাই বেশি মুল্যবান ছিল,যার কাছে স্বামির টাকা পয়সার গরমের চেয়ে"আত্মসম্মানবোধ"টা অনেক বড় ছিল। কিন্তু তার হয়তো সুযোগ ছিল নাহ। আর ছেলে, তোমার যদি মা-বাবা আর তোমার বাচ্চার সেবা করার জন্য একজন ২৪/৭ বান্ধা বুয়া লাগে তাহলে একজন এইট পাশ মেয়েকেই বিয়ে করে নিয়ো।একটা মেয়ে যে সন্তান জন্ম দেওয়ার মেশিনের চেয়েও "অনেএএএএক বেশি কিছু" হতে পারে- সেটা কিছু কিছু মানুষের মানসিকতা দেখলে মনেই হয় নাহ Written by
আফসানা অন্তি। (বিশেষ কিছু আপু এবং ভাইদেরকে আন্তরিকতার সহিত উৎসর্গ করলাম)