শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

ACM ICPC Dhaka Regional Site Contest Preliminary Registration-2017

ACM ICPC Dhaka Site Regional Contest-2017 Preliminary


Venue: University of Asia Pasific

Important Date: Preliminary

 Registration Start: 31 August, 2017

Registration Ends: 14 September, 2017

Preliminary Contest: 23 September, 2017

Onsite Contest: The contest dates are 10 Nov - 11 Nov '17.The registration is open between 3 Oct - 26 Oct '17


Preliminary Contest: Registration Now



acm icpc


শুক্রবার, ৯ জুন, ২০১৭

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গতকাল ৮ জুন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে হামদ ও নাদ প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান জনাব রাহাত হোসাইন ফয়সাল, ছাত্র উপদেষ্টা ও অন্যন্য শিক্ষক মন্ডলী।





সুন্দর ও সাবলিলভাবে ইফতার পার্টি আয়োজনের জন্য জনাব রাহাত হোসাইন ফয়সাল স্যার সকল ছাত্র ছাত্রিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

Nasa Space Apps Challenge- 2017

বাংলাদেশে তৃতীয়বারের মতো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা
তৃতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’। বিশ্বের তিন শতাধিক নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা ও বরিশালে বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২৯ ও ৩০ এপ্রিল ২০১৭ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার বিস্তারিত জানাতে শনিবার (২৫ মার্চ ২০১৭) বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেসিস সভাপতি জনাব মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান জনাব সবুর খান, বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক জনাব রিয়াদ এস এ হোসেন, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা জনাব আরিফুল হাসান অপু, ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল আহমেদ ফখরুল হাসান, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর জনাব এম আশরাফুল আমিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. তৌহিদ ভুইয়া।
বেসিস সভাপতি জনাব মোস্তাফা জব্বার বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার সুযোগ রয়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় বাংলাদেশ সেরা হয়েছে। আমরা প্রয়োজনীয় মেন্টরিং, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেরা প্রকল্পগুলো তুলে আনবো। আমাদের তরুণ উদ্ভাবকরা তাদের উদ্ভাবনীর মাধ্যমে এবার বিশ্বজয়ী হবে সেই প্রত্যাশা করি।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান জনাব সবুর খান বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি প্লাটফর্ম। এই প্লাটফর্মকে কাজে লাগিয়ে আমরা ভালো উদ্যোগ আনতে পারবো। শুধু নাসার এই প্রতিযোগিতায় নয়, প্রকল্পগুলো উন্নয়নের মাধ্যমে আমরা সেটিকে ব্যবসায়ে রূপান্তর করাতে পারবো।
বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক জনাব রিয়াদ এস এ হোসেন বলেন, আমরা শতাধিক ইউনিভার্সিটিতে ক্যাম্পেইনের মাধ্যমে ডেটা বুটক্যাম্প আয়োজন করবো। সেখান থেকে ৫০টি দল বাছাই করা হবে। এরপর ঢাকায় ফাইনাল ডেটা বুটক্যাম্পের মাধ্যমে ৫টি ক্যাটাগরিতে ৫টি করে দল নির্বাচন করা হবে। তারা নাসার ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের যুগ্ম-আহ্বায়ক জনাব আরিফুল হাসান অপু বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা। গতবছর আমরা পিপল চয়েজ ক্যাটাগরিতে শীর্ষ ৩ টিমের মধ্যে স্থান পেয়েছিলাম। এবছর আমরা প্রথম অবস্থানে যেতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এবারের প্রতিযোগিতায় প্রতিটি টিমে ৪ থেকে ৭ জন থাকতে হবে। মেয়েদেরকে উৎসাহিত করতে এবার টিমে একজন মেয়ে থাকলে অতিরিক্ত ১০ শতাংশ নাম্বার দেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় বেশ কয়েকটি বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগিরা। একক বা দলবদ্ধভাবে নিবন্ধনের মাধ্যমে যে কেউ নাসার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীরা http://studentsforum.basis.org.bd/ ওয়েবসাইট থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে। আগামী ৫ এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতা সম্পর্কে http://spaceappschallenge.org ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।
এবারের প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ক্লাউড ক্যাম্প বাংলাদেশ। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্রিজম ইআরপি। অ্যাকাডেমিক পার্টনার হিসেবে আছে ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ। # মোস্তাফা জব্বার

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭

গত ১৮ মার্চ, ২০১৭ বরিশাল বিশ্ববিদ্যালয়র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয় ৩য় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা।
প্রতিযোগিতার উদ্ভোদন করেন মাননিয় ভিসি প্রফেসর এস এম ইমামুল হক । এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম মাহাবুব হাসান এবং অনুষ্ঠানের সভাপতি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব রাহাত হোসাইন ফয়সাল।







মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা - আজই শেষ হচ্ছে বরিশাল অঞ্চলের রেজিস্ট্রেশন পর্ব

তৃতীয়বারের মত মাসব্যাপী অনুষ্ঠিত হচ্ছে  জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিবারের মত এবারও বরিশাল অঞ্চলের কেন্দ্র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়।
গত ৮ মার্চ শুরু হয়েছিল বরিশাল অঞ্চলের রেজিস্ট্রেশন পর্ব আজ ১৪ মার্চ শেষ হচ্ছে রেজিস্ট্রেশন।

বিগত বছর গুলোতে বরিশাল অঞ্চলের প্রতিযোগিতা জমজমাট ভাবে আয়োজিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা।



তিনটি ক্যাটেগড়িতে বিভক্ত এই প্রোগ্রামিং কনটেস্টের সাথে সাথে অনুষ্ঠিত হবে আই সি টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।


শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

এসোসিয়েশনের নির্বাচন ৪ঠা মার্চ

সিএসই স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশানের নির্বাচন আগামী ৪ঠা মার্চ,২০১৭ তারিখে সিএসই ডে তে অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
যোগ করা হয়েছে নতুন কিছু পদ। সনযুক্ত করা হয়েছে নতুন কিছু নীতিমালা যা পরবর্তি নির্বাচনী কমিটিকে আরো সুদৃঢ় করে তুলবে।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের একমাত্র সংগঠন সিএসই স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশান মজবুত কাঠামোর উপর স্থাপিত হবে, এটাই সবার প্রত্যাশা।


আগামী ৪ ঠা মার্চ সম্মানিত চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল স্যার ও অন্যন্য সকল স্যারের উপস্থিতিতে পুরাতন কমিটি নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে।


নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য নিবন্ধন করুন