বুধবার, ৫ আগস্ট, ২০১৫

প্রোগ্রামিং এ হাতেখরি

প্রোগ্রামিং একটা রোমান্টীক জগত। তাই যারা এর অনুভুতি ফিল করতে পারে তারাই প্রোগ্রামার হতে পারে। প্রোগ্রামিং এ বিরক্তি অনিহা থাকলে কখনই প্রোগ্রামার হওয়া যায় না। আই সি টির প্রসারের সাথে সাথে প্রোগ্রামিং ও খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তাই এই যুগে ভাল প্রগ্রামার হতে হলে বাস্তবমুখি পদক্ষেপ নেয়ার কোন বিকল্প নেই। চ্যালেঞ্জে টিকে থাকতে হলে আমাদেরই উদ্যোগ নিতে হবে। প্রোগ্রামিং পরীক্ষাও তাই কঠিন হয়ে যাচ্ছে। কালকের পরীক্ষা শেষে অনেকের সরি ফিগার যা বলে তাতে প্রগ্রামিং এ ততটা বাস্তবমুখি নই আমরা যতটা প্রশ্ন বাস্তবমুখি ছিল। প্রগ্রামিং এর সবচেয়ে কমন প্রক্রিয়া প্রোগ্রামিং কনটেস্ট বেশি বেশি আয়োজন করার মাধ্যমেই এই সমস্যা থেকে উত্তোরন করা সম্ভব। https://www.facebook.com/cse.barisaluniv.edu

Related Posts

প্রোগ্রামিং এ হাতেখরি
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.