বুধবার, ২৯ জুন, ২০১৬

মানুষ তার বর্তমানকে মেনে না নিতে পারলে ভবিষ্যতে কখনও সুখি হতে পারে না।

নানা প্রকার জটিলতা নিয়েই মানুষের জীবন। মানুষ জীবনের প্রতিটি মুহুর্তেই বিভিন্ন সিদ্দ্বান্তের বেরাজালে আটকে থাকে।
সত্যিকার অর্থে মানুষের জীবনের উদ্দেশ্য কি তা আমরা অনেকেই বুঝতেই পারি না। সবাই তার নিজ নিজ ধর্মানুসারে জীবনের উদ্দেশ্য নিয়ে দুই একটা
উপাখ্যান শুনেছি। হ্যাঁ, ওগুলো অবস্যই সত্য, কিন্তু সমস্যা হচ্ছে সেই উপাখ্যান গুলোর প্রতিষ্ঠিত বর্তমান সংষ্করন নেই।


আপনি এখন যা করছেন, এটাই আপনার জীবন। আমি এখন লিখছি এটাই আমার জীবন। হয়ত কিছুক্ষন পর অন্য কিছু করব, কিন্তু সেই অন্যকিছুর
নিশ্চয়তা আমরা কেউই দিতে পারিনা।
তবে হ্যাঁ। বর্তমানে কি করছি সেটা মন দিয়ে করছি কিনা সেই নিশ্চয়তা তো দিতেই পারি।

আমরা সবাই অপেক্ষা করতে পছন্দ করি। সৃষ্টিকর্তাকে ডাকার জন্যও অপেক্ষা করে বসে থাকি যে, বৃধ্য বয়সে করব। আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখতেই বেসি পছন্দ করি।
এই প্রবনতা নেই এমন মানুষ খুজে পাওয়া ভার। কম বেশি সবার মধ্যেই আছে।

ভবিষ্যতে সুখি হওয়ার জন্য  মানুষ কি না করে। বর্তমানের সব দুঃখ কষ্ট সহ্য করেও ভবিষ্যত নিশ্চিত করার চেস্টা করে।
বর্তমানকে বিষাদময় করেই কি ভবিষ্যতে ভাল থাকা যাবে? অবস্যই নয়।
বর্তমানকে যদি আপনি সঠিক ব্যবহার করেন আপনার মনের বিচারে যদি আপনি সঠিক পথেই হাটেন, তাহলে আপনার দুঃখ তো হবেই না,
বরং ভবিষ্যত ও সংরক্ষিত থাকবে।
সঠিক সিদ্ধান্ত সঠিক জীবন যাপন সময়োপযোগিতা বোঝার মত জ্ঞান আমাদের মধ্যে সৃষ্টীকর্তা দিয়ে দিয়েছেন।
তাই আমরা বর্তমানে সুখি হতে পারলে ভবিষ্যতেও অবস্যই সুখি হতে পারব।
অবস্যই যদি আমাদের বর্তমানটা সঠিক পথে থাকে।

Related Posts

মানুষ তার বর্তমানকে মেনে না নিতে পারলে ভবিষ্যতে কখনও সুখি হতে পারে না।
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.