সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে প্রথমবারের মত প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে প্রথমবারের মত প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয় ২০১৩-১৪ সেসনে। দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিভাগীয় উদ্যোগ লক্ষ করা যায়নি।
প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রান। প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারকে প্রান দান করে নিজের মত রুপ দিয়ে থাকেন প্রোগ্রামাররা।

বিশ্বব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগীতা সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে স্বিকৃত। প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে প্রোগ্রামাররা নিজেদের মেধাকে  ঝালিয়ে নিতে পারেন বারবার।
আজ দীর্ঘ তিন বছর পর প্রথমবারের মত আয়োজিত হল নিজস্ব উদ্যোগে প্রোগ্রামিং প্রতিযোগিতা। যদিও এর আগে কয়েকবার ছাত্রদের নিজস্ব উদ্যোগে প্রগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

এর মধ্য দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে সবার ধারনা।
ইতিমধ্যে প্রগ্রামিং এ বরিশাল রিজিওনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চমক দেখিয়েছে জাতীয় পর্যায়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

আগামী এক বছরে ইন্টারনেট স্পিড বাড়ছে প্রায় পাঁচগুন।

আগামী এক বছরের মাথায় ইন্টারনেটের গতি প্রায় তিন গুন হতে যাচ্ছে বাংলাদেশ।
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির প্রসার লাভের ক্ষেত্রে বাংলাদেশ আজ পুরো বিশ্বের কাছে রোল মডেল।

বর্তমানে বাংলাদেশ এসইএ-এমই-ডব্লিউই-৪ সাবমেরিন কেবলের মাধ্যমে ২০০ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ পাচ্ছে।
২০১২ সালের অক্টোবর থেকে ইন্টারনেট সংযোগে সাবমেরিন কেবলের বিকল্প হিসেবে আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটররা কাজ শুরু করে।
এর পূর্বে একমাত্র সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৪ এর উপরই নির্ভর করেই গড়ে উঠেছিল সকল ইন্টারনেট সংযোগ।


এর মাধ্যমে সাবমেরিন ক্যাবলটি কোন কারনে ক্ষতিগ্রস্থ হলেও  আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল(আইটিসি) , দেশের অবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিতে পারছে।

আগামী বছর দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসইএ-এমই-ডব্লিউই-৫ এর মাধ্যমে বাংলাদেশ আগামী বছর থেকে ১ হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে।
যা আগের তুলনায় প্রায় পাঁচ গুন।
তথ্যসুত্রঃ প্রথম-আলো

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

Barisal University Admission test 2016-17

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি নোটিশ প্রকাশিত হয়েছে।

১৮/১১/২০১৬ শুক্রবার -- সকাল ১০.০০ -১১.০০ টা--- "খ ইউনিট"
১৮/১১/২০১৬ শুক্রবার -- সকাল ৩.০০ -৪.০০ টা------"গ ইউনিট"
১৯/১১/২০১৬ শনিবার -- সকাল ১১.০০ -১২.৩০ টা----"ক ইউনিট"

বিঃদ্রঃ  এ বছর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইউনিট পরিবর্তনের জন্য আলাদাভাবে (প্রচলিত "ঘ" ইউনিট) পরীক্ষায় অংশগ্রহন করতে হবে না। তবে স্ব-স্ব ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদান সাপেক্ষে অন্য ইউনিটের বিভাগসমুহের ভর্তির সুযোগ থাকবে ।

পূর্নাংগ ভর্তি নোটিশ ডাউনলোড করুন--- Barisal University Admission Circular 2016-17