মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

ডিজেবিলিটি চ্যালেঞ্জ ফান্ডের ফাইনালে TalkingGlass

দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য এক অভিনব ডিভাইজের ধারনা দিয়েছে Team TalkingGlass. এই ডিভাইজটি দৃষ্টি প্রতিবন্ধিরা চোখে চশমার মত পড়বে।
ডিভাইসটি ব্যবহারকারীর সামনে থাকা কোন সারফেসের উপর যেকোন লেখাকে পড়ে শুনাবে।

বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত ডিভাইসটিতে থাকবে পরিচিত কেউ সামনে আসলে বুঝতে পারার সুযোগ।
ব্যবহারকারীর সামনে কোণ বাধা থাকলে ডিভাইসটির সহায়তায় সহজেই বুঝতে পারবে দৃষ্টি প্রতিবন্ধিরা।
Access to Information(a2i) এর পরিচালিত ডিজেবিলিটি চ্যালেঞ্জ ফান্ড-২০১৭ এর ফাইনাল রাউন্ডে প্রথম স্থানে রয়েছে এই আইডিয়াটি।
আইডিয়াটি বাস্তবায়ন করছে Team TalkingGlass. বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই টিমটি ইতোমধ্যে ডিভাইসটির নকশা ও প্রয়োজনীয় টেকনোলোজি সম্পর্কে পরিস্কার ধারনা নিয়ে ফেলেছে।
Team TalkingGlass এর জন্য অনেক অনেক শুভকামনা।

Related Posts

ডিজেবিলিটি চ্যালেঞ্জ ফান্ডের ফাইনালে TalkingGlass
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.