প্রতিটি মানুষ তার নিজের জীবনের স্থপতি। কার জীবন কি রকম হবে সেটা নির্ভর করে দুটো বিষয়ের উপরঃ
১. সে কোন পরিবেশে বড় হচ্ছে। অর্থাৎ তার সুযোগ এবং ঝুকিসমূহ, যাকে আমরা External SWOT বলি। ২. দ্বিতীয়ত তার নিজের স্থপত্যশৈলীর নিপুনতা। অর্থাত তার নিজের শক্তি ও দুর্বলতাগুলো। যাকে আমরা Internal SWOT বলি। এখন কথা হলো ব্যাক্তি তার Internal SWOT ডেভেলপ করতে পারলে সফল হবে আর না পারলে সমাজের ধিক্কার আর ব্যর্থতা সহ্য করে বেচে থাকতে হবে। কিন্তু External SWOT কে ডেভেলপ করবে? নিশ্চয়ই রাষ্ট্র ও পরিবার। কিন্তু রাষ্ট্র কিম্বা পরিবার যদি ব্যাক্তির জন্য Opportunity তৈরির পরিবর্তে Threat বাড়াতে থাকে, তাহলে সে দায় কি ব্যাক্তির? এ প্রশ্ন আজ লক্ষ বেকার যুবকের বুকের স্তব্ধ হাহাকার। 12 sep,18 রিপন দাস শেরেবাংলা হল, বরিশাল বিশ্ববিদ্যালয়
SWOT Analysis এবং জীবনের সফলতা ব্যার্থতার দায়।
4/
5
Oleh
Ripon Chandra das