রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

Solve a Thon,17- উদ্ভাবকের খোজে- a2i

উদ্ভাবনের নেশা জাগিয়ে তুলতে খুব শীঘ্রই বিটিভি-তে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’। ১৬ ডিসেম্বর ২০১৬ থেকে ২০ জানুয়ারি ২০১৭ এর মধ্যে উদ্ভাবনী আইডিয়া জমা দিতে আজই লগ ইন করুন



আজই রেজিস্ট্রেশন করুনঃ www.a2i.pmo.gov.bd
রেজিস্ট্রেশন ফরমঃ http://ilab.gov.bd/solveathon/2017/public/




আপনার মেধাশক্তিকে কাজে লাগান।
দেশের উন্নয়ন ও বিশ্বের উন্নয়নে নিজেকে কর্মি হিসেবে প্রতিষ্ঠিত করুন।



শুধু নারী শিক্ষাই নয়, খুজে বের করতে হবে এর উপযুক্ত দিকগুলি।

নারী শিক্ষাঃ উচ্চ শিক্ষিত নারী সমাজ দেশের জন্য কল্যানকর তা নিঃসন্দেহে সত্য কথা কিন্তু এর পিছনে দেশ, সমাজ কতটা উপকৃত হচ্ছে একবারও ভেবে দেখেছেন কি?
হুম ... এটা সত্য যে শিক্ষিত ছেলের অশিক্ষিত মা রান্না ঘরের বাইরের খবর ছাড়া তেমন কিছু জানেন না। তবে এটাও সত্যি যে শিক্ষিত অনেক মায়েরা রান্না ঘরের খবর টুকোই জানেন না।


শিক্ষিত নারীশক্তিঃ সমাজবিজ্ঞান কিম্বা চিকিৎসাবিজ্ঞানে নারীদের শিক্ষিত করলে মানাত। হুম এটা ঠিক যে ইলেক্টিক্যাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ নারীদের বিভাগীয় প্রথম স্থান অধিকারীর সংখ্যা ছেলেদের চেয়েও বেশি,
একবারও ভেবে দেখেছেন... এইসব বিভাগিয় প্রথম স্থান কারীরা কম্পিউটারে কপি করতে জানে কিনা??
জানলেও নিশ্চয়ই এলগরিদমের কমপ্লেক্সেটি কমাতে পারবে না, যদি পারত তা হলে আমরা ছেলেদের পাশাপাশি সুনামধন্য ইঞ্জিনিয়ারদের তালিকায় মেয়েদেরও খুজে পেতাম।



আর যারা ইঞ্জিনিয়ারিং ফেল করে বৃত্তি পেয়ে বিদেশে গিয়ে গবেষনা করে শুধু দেশ নয় বিশ্বের উন্নয়নেও অংশ নিচ্ছেন ।
অপরদিকে বিভাগিয় প্রথম স্থান অর্জনকারীরা বিয়ের পর সন্তানের আদর্শ মা হওয়ার জন্য যথেষ্ট সময়ও দিতে পারে না, সমাজের উন্নয়নের জন্য সক্রিয় সামাজিক কর্মিও হতে পারেন না, উচ্চশিক্ষিয়া প্রতিষ্ঠান গুলোর প্রফেশর হয়ে ছাত্রদের কপি পেষ্ট শিক্ষায় না, কি করে তা তাদের ছাত্রদের ভবিষ্যত দেখেই বলা যায়।

নারীশিক্ষা অবস্যই গুরুত্বপুর্ন, তাই বলে সেটাও উপযোগী দিকগুলো খুজে বেড় করতে হবে। অবস্যই শিক্ষিত নারীদের কল্যানে অনেক সামাজিক কু সংস্কার দূর হয়েছে।

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার ফলাফল আগামী সোমবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশিত হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার তারিখঃ
ক-ইউনিটঃ ১৯ নভেম্বর,২০১৬ সকাল ১১০০ - ১২৩০
খ-ইউনিটঃ ১৮ নভেম্বর, ২০১৬ সকাল ১০ঃ০ - ১১ঃ০০
গ-ইউনিটঃ ১৮ নভেম্বর, ২০১৬ বিকাল ৩ঃ০০ - ৪ঃ০০



Barisal University Admission Test 2016-17 : Seat Plan

  Barisal University Admission Test 2016-17 : Seat Plan

KA Unit: Seat Plan
KHA Unit: Seat Plan
GA Unit: Seat Plan 

Admission Circular: Here...
প্রেস রিলিজ
 

সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে প্রথমবারের মত প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে প্রথমবারের মত প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয় ২০১৩-১৪ সেসনে। দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিভাগীয় উদ্যোগ লক্ষ করা যায়নি।
প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রান। প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারকে প্রান দান করে নিজের মত রুপ দিয়ে থাকেন প্রোগ্রামাররা।

বিশ্বব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগীতা সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে স্বিকৃত। প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে প্রোগ্রামাররা নিজেদের মেধাকে  ঝালিয়ে নিতে পারেন বারবার।
আজ দীর্ঘ তিন বছর পর প্রথমবারের মত আয়োজিত হল নিজস্ব উদ্যোগে প্রোগ্রামিং প্রতিযোগিতা। যদিও এর আগে কয়েকবার ছাত্রদের নিজস্ব উদ্যোগে প্রগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

এর মধ্য দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে সবার ধারনা।
ইতিমধ্যে প্রগ্রামিং এ বরিশাল রিজিওনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চমক দেখিয়েছে জাতীয় পর্যায়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

আগামী এক বছরে ইন্টারনেট স্পিড বাড়ছে প্রায় পাঁচগুন।

আগামী এক বছরের মাথায় ইন্টারনেটের গতি প্রায় তিন গুন হতে যাচ্ছে বাংলাদেশ।
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির প্রসার লাভের ক্ষেত্রে বাংলাদেশ আজ পুরো বিশ্বের কাছে রোল মডেল।

বর্তমানে বাংলাদেশ এসইএ-এমই-ডব্লিউই-৪ সাবমেরিন কেবলের মাধ্যমে ২০০ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ পাচ্ছে।
২০১২ সালের অক্টোবর থেকে ইন্টারনেট সংযোগে সাবমেরিন কেবলের বিকল্প হিসেবে আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটররা কাজ শুরু করে।
এর পূর্বে একমাত্র সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৪ এর উপরই নির্ভর করেই গড়ে উঠেছিল সকল ইন্টারনেট সংযোগ।


এর মাধ্যমে সাবমেরিন ক্যাবলটি কোন কারনে ক্ষতিগ্রস্থ হলেও  আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল(আইটিসি) , দেশের অবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিতে পারছে।

আগামী বছর দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসইএ-এমই-ডব্লিউই-৫ এর মাধ্যমে বাংলাদেশ আগামী বছর থেকে ১ হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে।
যা আগের তুলনায় প্রায় পাঁচ গুন।
তথ্যসুত্রঃ প্রথম-আলো

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

Barisal University Admission test 2016-17

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি নোটিশ প্রকাশিত হয়েছে।

১৮/১১/২০১৬ শুক্রবার -- সকাল ১০.০০ -১১.০০ টা--- "খ ইউনিট"
১৮/১১/২০১৬ শুক্রবার -- সকাল ৩.০০ -৪.০০ টা------"গ ইউনিট"
১৯/১১/২০১৬ শনিবার -- সকাল ১১.০০ -১২.৩০ টা----"ক ইউনিট"

বিঃদ্রঃ  এ বছর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইউনিট পরিবর্তনের জন্য আলাদাভাবে (প্রচলিত "ঘ" ইউনিট) পরীক্ষায় অংশগ্রহন করতে হবে না। তবে স্ব-স্ব ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদান সাপেক্ষে অন্য ইউনিটের বিভাগসমুহের ভর্তির সুযোগ থাকবে ।

পূর্নাংগ ভর্তি নোটিশ ডাউনলোড করুন--- Barisal University Admission Circular 2016-17

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগীতার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক্টিভিশন ২৭ জুলাই, বুধবার

ইএটিএল-প্রথম আলো এপস প্রতিযোগিতার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক্টিভিশন ২৭ জুলাই, বুধবার । বাংলাদেশের একক সর্ববৃহত এপস প্রতিযোগিতা ইএটিএল-প্রথম আলো এপস প্রতিযোগিতার এক্টিভিশন জুলাই থেকে আগস্ট জুড়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে অনুষ্ঠিত হবে। এক্টিভিশনের চলাকালীন বিশ্ববিদ্যালয় গুলোতে আলোচনা ও সেমিনার এর আয়োজন করা হবে।

আগামী ২৭ জুলাই, বুধবার, প্রতিযোগিতার বিভিন্ন স্পন্সর গ্রুপ, এক্টীভিশন টিম এর মেম্বার বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক্টিভিশন কার্যক্রম চালাতে আসবে।
এ সময়ে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে একটি সেমিনারের ব্যবস্থা করবে। সেমিনারে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল ।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছাত্রীসহ অন্যন্য বিভাগের ছাত্ররাও সেমিনারে অংশগ্রহন করবে।

 Campus Activation Registration Here..
----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

EATL-Prothom alo Apps Competition 2016

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

জলের সমস্যা প্রকট সাগরকন্যা পটুয়াখালীতে ।

সাগরকন্যা হিসেবে পরিচিত বাংলাদেশের দিক্ষিনাঞ্চলের জেলাশহর পটুয়াখালীতে পানির সমস্যা প্রকট। শহরের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান পটূয়াখালী সরকারী কলেজ, পটূয়াখালী সরকারী মহিলা কলেজ হোস্টেল সহ শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানির সমস্যা প্রকট।
পটুয়াখালী সরকারী কলেজের হোস্টেল , প্রশাসনিক ভাবন ও একাডেমিক ভবনে পানির কোনো অস্তিত্ব নেই। এদিকে সরকারী মহিলা কলেজের হোস্টেলে পানির অভাবে ছাত্রীদের দুর্ভোগ চরমে।
শহরের বিভিন্ন আবাসিক এলাকায় পানির সমস্যা রয়েছে ।

রবিবার, ৩ জুলাই, ২০১৬

শনিবার, ২ জুলাই, ২০১৬

Islamic University Admission Test 2016-17

Islamic University
  
Admission Test: 2016-17
ভর্তি পরীক্ষাঃ ১৯-২৩ নভেম্বর,২০১৬
 বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইট ভিসিট করুনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়
 
 Information: খোলা জানালা 

KUET Admission Test 2016-17

Khulna University of Engineering and Technology

 Admission Test:2016-17
 ভর্তি পরীক্ষাঃ ২৮ অক্টোবর,২০১৬

  বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইট ভিসিট করুনঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 
  Information: খোলা জানালা

Rajshahi University Admission Test 2016-17

Rajshahi University
Admission Test: 2016-17
 ভর্তি পরীক্ষাঃ ২৩-২৭ অক্টোবর, ২০১৬
শুধু ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করা যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের মোট ৯ টি অনুষদের ৫৬ টি বিভাগে ভর্তি নেওয়া হবে।
 বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইট ভিসিট করুনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়
 Information: খোলা জানালা

Dhaka University Admission 2016-17

University of Dhaka

Admission Test: 2016-17
  • ক- ইউনিটঃ ২১ অক্টোবর, ২০১৬
  • খ- ইউনিটঃ ২৩ সেপ্টেম্বর,২০১৬
  • গ- ইউনিটঃ ৩০ সেপ্টেম্বর,২০১৬
  • ঘ- ইউনিটঃ ২৮ অক্টোবর,২০১৬
 বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইট ভিসিট করুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
 Information: খোলা জানালা

Medical and Delatal Admission Test 2016-17

MBBS/Dental Admission Test-2016-17


Admission Date: September, 2016
Information: Source
All Admission News: খোলা জানালা

বুধবার, ২৯ জুন, ২০১৬

মানুষ তার বর্তমানকে মেনে না নিতে পারলে ভবিষ্যতে কখনও সুখি হতে পারে না।

নানা প্রকার জটিলতা নিয়েই মানুষের জীবন। মানুষ জীবনের প্রতিটি মুহুর্তেই বিভিন্ন সিদ্দ্বান্তের বেরাজালে আটকে থাকে।
সত্যিকার অর্থে মানুষের জীবনের উদ্দেশ্য কি তা আমরা অনেকেই বুঝতেই পারি না। সবাই তার নিজ নিজ ধর্মানুসারে জীবনের উদ্দেশ্য নিয়ে দুই একটা
উপাখ্যান শুনেছি। হ্যাঁ, ওগুলো অবস্যই সত্য, কিন্তু সমস্যা হচ্ছে সেই উপাখ্যান গুলোর প্রতিষ্ঠিত বর্তমান সংষ্করন নেই।


আপনি এখন যা করছেন, এটাই আপনার জীবন। আমি এখন লিখছি এটাই আমার জীবন। হয়ত কিছুক্ষন পর অন্য কিছু করব, কিন্তু সেই অন্যকিছুর
নিশ্চয়তা আমরা কেউই দিতে পারিনা।
তবে হ্যাঁ। বর্তমানে কি করছি সেটা মন দিয়ে করছি কিনা সেই নিশ্চয়তা তো দিতেই পারি।

আমরা সবাই অপেক্ষা করতে পছন্দ করি। সৃষ্টিকর্তাকে ডাকার জন্যও অপেক্ষা করে বসে থাকি যে, বৃধ্য বয়সে করব। আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখতেই বেসি পছন্দ করি।
এই প্রবনতা নেই এমন মানুষ খুজে পাওয়া ভার। কম বেশি সবার মধ্যেই আছে।

ভবিষ্যতে সুখি হওয়ার জন্য  মানুষ কি না করে। বর্তমানের সব দুঃখ কষ্ট সহ্য করেও ভবিষ্যত নিশ্চিত করার চেস্টা করে।
বর্তমানকে বিষাদময় করেই কি ভবিষ্যতে ভাল থাকা যাবে? অবস্যই নয়।
বর্তমানকে যদি আপনি সঠিক ব্যবহার করেন আপনার মনের বিচারে যদি আপনি সঠিক পথেই হাটেন, তাহলে আপনার দুঃখ তো হবেই না,
বরং ভবিষ্যত ও সংরক্ষিত থাকবে।
সঠিক সিদ্ধান্ত সঠিক জীবন যাপন সময়োপযোগিতা বোঝার মত জ্ঞান আমাদের মধ্যে সৃষ্টীকর্তা দিয়ে দিয়েছেন।
তাই আমরা বর্তমানে সুখি হতে পারলে ভবিষ্যতেও অবস্যই সুখি হতে পারব।
অবস্যই যদি আমাদের বর্তমানটা সঠিক পথে থাকে।

বুধবার, ১৮ মে, ২০১৬

Inter University Video Conferance on programming Contest

গতকাল ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভিডিও কনফারেন্স এ অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আয়োজকরা বলেছেন এখন থেকে নিয়মিত এই প্রগ্রাম টি আয়োজন করা হবে।
এতে করে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এডভান্স প্রগ্রামিং এর স্বাদ পাবেন।
জ্ঞানের সারা দেশে সমান ভাবে ছড়িয়ে দেওয়ার এ এক যুগন্তকারী পদক্ষেপ।

প্রোগ্রামটি পরিচালনা করছেনঃ ড। হাসনাইন
প্রোগ্রামটির পরিচালনা পরিষদ

Sirni khaoyar lov jar ase-শীরনী খাওয়ার লোভ যার আছে, লালন সঙ্গীত , রিংকু-...



যক্তিতর্কের মুক্তবাক্য

Close up-1 Rinku- a sob dekhi kanar hat bajar(এ সব দেখি কানার হাট বাজার)



যক্তিতর্কের মুক্তবাক্য
Election System Software

Election System Software

This is really my proud that I have made a software that can conduct an election fully.
This was my project on C programming at first semester. As far as I know the idea is totally from my head.
And I have done successfully.

I have made more software but this is my most proudful software. I hope this software would be acceptance for all.

E-mail to Ripon das

বুধবার, ১১ মে, ২০১৬

বাংলায় নেটওয়ার্কিং শিখুন খুব সহজে

নেটওয়ার্কিং হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের এক নবদিগন্ত। সম্ভাবনাময় এই খাতে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে এবং কাজ করতে পারবেন অনলাইনেই।
কম্পিউটার বিজ্ঞানে পরে অনেকেরই লক্ষ থাকে নেটওয়ার্কিং নিয়ে কাজ করার।
নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয় জানতে এই ওয়েব সাইট টি আপনার অনেক উপকারে আসবে ।

নেটওয়ার্কিং এর বিভিন্ন দিকঃ
  1. ওয়েব সার্ভারের কাজ করা
  2. ডেটা এন্ট্রি করা
  3. ব্লগিং
  4. ওয়ার্ডপ্রেস এবং অনন্য।